সুহৃদ দুঃখরা

দুঃখরা আজীবন চঞ্চল কিশোরীর মতন

বুকে নৃত্য করে বেদনার জমিদারি সাজায়।

অনুরাগের দোলনায় দোলে

উড়োকষ্টকে বন্দী করে

অস্তিত্বতে মিশে ফন্দি আঁটে—

সমুদ্রকে টেনে আনে চোখের কোনায়

দুঃখরা আহ্লাদী কষ্টের সঙ্গে মিছিল জমায়

সভা বসায় আরও জমিদারগিরির বাহানায়।