ভবঘুরে জীবন

অলংকরণ: তুলি

আমার চোখ দুটো,
ঘুমিয়ে যাবে শান্ত হয়ে!
আর কত ব্যথা সয়ে সয়ে দেখবে চেয়ে।
ঘুমিয়ে যাবে পুরাতন ব্যথার প্রাচীর ডিঙিয়ে
নিঃসঙ্গে;
শেওলা পড়া জীবনের বেরঙিন সব কষ্ট নিয়ে
একদিন পাড়ি দেব তোমাদের থেকে চিরতরে।
দেখব না চেয়ে হৃদ সমুদ্রে কত ঢেউ খেলা করে
জানব না কখনো কে ছিল আমার প্রতীক্ষায়
বসে বসন্ত এলে।
কে ছিল প্রয়োজন বিনে ভালোবাসার ঢালি
সাজিয়ে প্রিয়জন হয়ে!
আমি সয়ে যাব শত কথার, শত না পাওয়ার
যন্ত্রণা বুকে নিয়ে।
নিয়তি আমায় দিয়েছে তার দুহাত ভরে।
তোমরা যেখানে যাও, ফুল পাখি আর প্রকৃতির কাছে।
আমি থাকব সেথায় দু-নয়ন মেলে অনন্ত
উৎসবে মেতে।
প্রজাপতি হব রংবেরঙের কষ্ট গেঁথে ডানা রাঙিয়ে।
সম্মুখে আজ আঁধার ভীষণ বুকের আর্তনাদে
গুমোট মেঘে;
শব্দেরা মিছিল করেছে হায় আমায় রেখে!
তোমরা অযথাই ভেবেছ দেখি রয়েছি সুখে।
সুখের হাওয়া লাগেনি কভু এই পাল তোলা নায়ে
নিশ্বাসে ধোঁয়া ছেড়ে কে আর এত ভালো থাকে?
আমি তো রয়েছি সব শূন্যতা বুকে তুলে একজনমে
পাড়ি দেব বলে কাঙ্গালি হয়ে একেলা তরি বেয়ে!
ভবঘুরে জীবনে পাবে না কেউ আর আমায় খুঁজে।