কাতারে কেন মিডিয়া এড়িয়ে চলছেন এমবাপ্পে

ফ্রান্সের অনুশীলনে কিলিয়ান এমবাপ্পেছবি: রয়টার্স

অস্ট্রেলিয়া ও ডেনমার্ককে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছে ফ্রান্স। দুটি ম্যাচেই জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। চোটের কারণে করিম বেনজেমা, কান্তে ও পল পগবার মতো তারকারা যে দলে নেই, সেই অভাব বুঝতেই দিচ্ছেন না পিএসজি স্ট্রাইকার। চারদিকে চলছে তাঁর বন্দনা।

তবে এর মধ্যেও নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন এমবাপ্পে। এমনকি এর জন্য তাঁকে জরিমানাও গুনতে হতে পারে!

ফ্রান্সের জার্সিতে কিলিয়ান এমবাপ্পের গোল উৎসব
ছবি: রয়টার্স

ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচসেরা ফুটবলারকে সংবাদমাধ্যমে একটা বক্তব্য দিতে হয়। কিন্তু এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুইবার সেরার পুরস্কার জিতলেও কোনো মন্তব্য করেননি কিলিয়ান এমবাপ্পে। কেবল মুচকি হেসে ট্রফি নিয়ে চলে গেছেন। বিশ্বকাপ দলে যোগ দেওয়ার পর থেকেই মিডিয়া এড়িয়ে চলছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবরে বলা হয়েছে, এমবাপ্পের এমন নীরব থাকার মূল্য দিতে হতে পারে। খেলোয়াড় এবং ফ্রান্স ফুটবল ফেডারেশন—উভয়কেই জরিমানা গুনতে হবে। প্রথম ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তখনই এ নিয়ে এফএফএফকে সতর্ক করা হয়। ডেনমার্কের বিপক্ষেও একই ঘটনার পুনরাবৃত্তি হলো।

চুপ থাকার কারণ কী

সঠিক কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, এফএফএফ এবং এমবাপ্পে—উভয় পক্ষের সিদ্ধান্ত এটি। সংবাদমাধ্যমের মুখোমুখি হলে পিএসজি তারকার ভবিষ্যৎ (ক্লাব ফুটবলে) গন্তব্য নিয়ে বারবার প্রশ্ন আসতে পারে, যা জাতীয় দলের অন্য খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলবে। আর তা কিলিয়ান এমবাপ্পে কিংবা এফএফএফ কেউই এ মুহূর্তে চাচ্ছে না।