শ্রাবণের ধারা
তুমি বৃষ্টির নোনাজলে মিলে যাওয়া
এক চিলতে হাসি,
তুমি সহস্র কাব্যের আড়ালে লুকিয়ে থাকা
আমার মনের বাঁশি।
দেখো, ওই মেঘের ভেলা
জমেছে রোদ্দুরে,
মন যে হারায় কোন ঠিকানায়
মিষ্টি বাদল সুরে।
দেখো, চোখ মেলে আজ ফুটেছে কদম ফুল
মিলেছে হাসনাহেনার ঘ্রাণ,
আজ প্রাণের প্রকৃতি যে ফিরে পেল
আবারও বর্ষার আগমনী গান
ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা, মেঘের কলতান
যূথীবনে এলে পরে মনে পড়ে
বারিধারার এক অমৃত সুর স্নান।
তোমার ছোঁয়ায় ব্যাকুল
মন হয়ে যায় পথহারা,
বর্ষা তুমি ভরা যৌবনা,
শ্রাবণের অবিশ্রান্ত ধারা।