কালিক গীতি

অলংকরণ: মাসুক হেলাল

দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল পারাপার
সবই বলে দিয়েছি নাই তো নতুন কিছু বলার।
কোনো কিছুতেই কোনো কিছু নয়—এমনই যে হয়
যা উচিত তাই ঘটবে অযথা কেন শুধু সংশয়!
এক ফালটি চাঁদের আলো গলে পড়ে—নদীর জলে
শত চেষ্টাতেও তা গিলতে পারে না রাঘববোয়ালে।
যে তরিতে নাই মাঝি নাই হাল সে তো বেসামাল
ঢেউয়ের দোলানি—অবশেষে পায় কূলের নাগাল।
রাস্তা হলে অর্ধপাকা ভাঙাচোরা খানাখন্দে ভরা
নতুন গাড়ি—নাই ছাড় পাকা চালকেরও দ্বারা।
ভেবে ভেবে শালিক পাখির ঠোঁটে—নির্জন দুপুর
রাখাল-রিকশার প্যাডেলে গায় প্রত্যাশার সুর।
বনে বাঘ পরাধীন না স্বাধীন বৃথা ভাবনা সব
মানুষ মানুষকে মারে লেগে আছে মহা উৎসব।
পথের ধারে ঘূর্ণি বায়ে উড়ে যে ছেঁড়া খড়কুটো—পাতা
তার গায়েও লেখা আছে কয়েক শতাব্দীর কবিতা।

কবিতাটি ২০১৫ সালের অক্টোবরে প্রকাশিত বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের ‘তারুণ্য’ ম্যাগাজিনের পঞ্চম সংখ্যা থেকে নেওয়া।