নারীর আঁচল

বাঙালি নারীর দিঘল কালো চুলের প্রশংসা এসেছে কাব্যে–গদ্যে। মডেল: নন্দিনী,ছবি: কবির হোসেন

বৈশাখ হেঁটে যায় নির্জন দুপুরে
সোনালি নারীর আঁচল ওড়ে
বৈশাখী ঝড়ে,
নারীর স্বাধীনতা মুক্তি পায়
তপ্ত রোদের উত্তাপে,
ঘাম বাড়ায় লাবণ্য, চোয়াল ছুঁয়ে যাওয়া
দুইগাছি উড়ন্ত চুল।
বাতাস হেঁটে যায়, ঘুমন্ত নারীর তনুমনে,
মেলায় মেলায় ঘোরে এক জোড়া তৃষ্ণার্ত চোখ,
কাজলচোখের বাসনা জানে না কোনো যুবক।
আগুনলাগা দুপুরে, মেকআপ ভেসে যাওয়া
দুর্বোধ্য লাবণ্য আঁকতে পারে না কোনো চিত্র,
শিল্পীর তুলির আঁচড় থেমে যায় একাকী।