একটা সুসংবাদ আছে!!
জেনে রাখো—
আমাকে তাড়িয়ে দিলেও
আমি মৌসুমি পাখির মতো ঝাঁকে ঝাঁকে আসতে জানি!
আমাকে তাড়িয়ে দিলেও
নদীর শত মোহনা হয়ে বঙ্গোপসাগরে ফিরতে পারি!
আমাকে উড়িয়ে দিলেও
আমি নির্দিষ্ট দূরত্বে পৌঁছে, চুপসে যাওয়া ফানুস হয়ে পড়তে জানি!
আমাকে অবহেলা করলেও আকাশের মেঘ হয়ে ঘুরতে জানি!!
আমি সুতোবিহীন ঘুড়ি!!
আমি উড়তে উড়তে কখন যে টপাস করে কারও মুখে হাসি ফুটাব আবার কারও চক্ষু– নদী হয়ে বয়ে যাব...
আমি স্বচ্ছ পানিতে নিজের ছবি দেখতে জানি!
আমি তরঙ্গ হয়ে ফিরতে জানি!
আমি বলতে জানি, আমি করতে জানি!
আমি ফিনিক্স পাখির মতো আবার জাগতে জানি!
একটা সুসংবাদ আছে—
আমি হাইড্রার মতো বারবার বাঁচতে জানি।
আমি সমুদ্রের চড়ে চলে আসা তারা মাছের মতো মরার ভান ধরতে জানি!
আমি পারি, আমি নারী!!
বলেছিলে সেদিন আমি কিচ্ছু পারি না!!
দেখো আমি ফুল হয়ে ফুটতে জানি!
বায়ু হয়ে বইতে জানি!
রং হয়ে রাঙাতে জানি!
শিশির হয়ে পড়তে জানি!
চাঁদ হয়ে দুঃসময়ে পাশে তোমায় রাখতে জানি!!
তোমার সেই অবহেলা,
আমার রঙিন বিকেলবেলা!
আমরা নারী, আমরা সব কিছুই পারি!!