বন্দিশিবির থেকে

অলংকরণ : আরাফাত করিম

চিন্তাগুলো কুণ্ডলী পাকিয়ে পড়ে থাকে শীতনিদ্রায়
তারপর কেটে যায় শতাব্দীর পর শতাব্দী;
আর কত আন্দোলন দানা বাঁধলে,
রাজপথ রঞ্জিত হলে
মায়ের বুক খালি হলে
তোমার সুখনিদ্রা ভাঙবে, বলো?
স্বার্থপরতার বেড়াজালে যে চিন্তাদের অন্তর্বাস
তাদের ছুটি আশু প্রয়োজন
সমতার সংগ্রামে বন্দিশিবির থেকে ডানা মেলে
মুক্তচিন্তার স্বাধীনতার এখনই শ্রেষ্ঠ সময়।