বন্ধুদের স্বপ্নজাগানিয়া আসর পাঠচক্রকে ভালোবেসে বন্ধুসভাকে খুঁজে নিয়েছেন দুই বন্ধু ইফতেখার ও আল আরাফাত। ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজে পাঠচক্রের লাইভের নিয়মিত দর্শক তাঁরা।
বইপ্রেমী আরেক বন্ধু মাহিন। উচ্চমাধ্যমিকপড়ুয়া ছেলেটা দারুণ আলোচনা করল তার প্রথম পাঠচক্রে। মাহিনের সঙ্গে কথা বলে বুঝলাম, বইয়ের প্রতি বেশ ভালোবাসা তার, নিয়মিত বই পড়ে। সেই ভালোবাসা তাকে বন্ধুসভায় নিয়ে এসেছে। বন্ধু আরাফাতের স্বপ্ন সংগঠনে সামাজিক ও মানবিক কাজ করা। সেই স্বপ্ন থেকেই ভৈরব বন্ধুসভায় তার পথচলা শুরু।
‘বন্ধুসভা পাঠক সংগঠন। বই পড়া আমাদের মূল উদ্দেশ্য।’প্রচার সম্পাদক রাসেল রাজ
নবীনদের উদ্দেশে সাবেক সহসভাপতি হুমায়রা তাসনিম বলেন, ‘স্বাগত তোমাদের। কাজ করো মন থেকে, ভালোবেসে। তাহলে তোমাদের স্বপ্ন পূরণ হবে।’
জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক আফিসা আলি বলেন, ‘সংগঠন হচ্ছে ভালো থাকার একটি মূলমন্ত্র। যেকোনো বিপদে বা মনখারাপে চোখ বন্ধ করে আমি বন্ধুসভার বন্ধুদের ওপর ভরসা করতে পারি। তাঁদের পাশে পাই। এটাই সংগঠন করার প্রাপ্তি।’
প্রচার সম্পাদক রাসেল রাজ বলেন, ‘বন্ধুসভা পাঠক সংগঠন। বই পড়া আমাদের মূল উদ্দেশ্য।’ পাঠাগার থেকে নিয়মিত বই পড়ার ব্যাপারে বন্ধুদের তাগিদ দেন তিনি।
সাধারণ সম্পাদক মানিক আহমেদ ও অর্থ সম্পাদক নাফিস রহমান সাংগঠনিক নানা দিকনির্দেশনা দিয়ে আলোচনা করেন। পাশাপাশি নতুন কর্মসূচি ‘স্কুল পর্যায়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা’ নিয়ে বিস্তারিত কথা বলেন। নাফিস রহমান বলেন, এবারের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন হবে গতানুগতিক ধারার বাইরে। ভৈরবের জন্য থাকছে নতুন চমক।
একই সঙ্গে চলমান কর্মসূচি কলেজ পর্যায়ে পাঠচক্রের বিষয় নির্ধারণ, বন্ধুসভার ওয়েবসাইটে লেখালেখি করার তাগিদ দেওয়া হয়।
সভাপতি, ভৈরব বন্ধুসভা