মায়াময় সংসারে
জীবন এগিয়ে চলে অজানা গন্তব্যে
স্বপ্নরা ভর করে বুকের বাঁ-পাঁজরে
আনমনে ভাবি একফালি সুখের কথা,
ভালো লাগার উৎস খুঁজি প্রতি মুহূর্তে
স্মৃতির পাতায় অবিরাম চোখ বুলাই
হতাশা আর না পাওয়ার যন্ত্রণায়
আটকে যায় কালের ঘড়ি।
অনিবার্য কারণে চোখে ভাসে শর্ষে ফুল
এ যেন বেদনার সঙ্গে একান্তে বসবাস,
কষ্টের মাঝেও বেঁচে থাকার উপায় শিখে
নিয়েছি এই মায়াময় সংসারে।