চাইছি তোমার বন্ধুতা
যে কথা যায় না বলা সহজে
সে কথা বন্ধুর সনে কহ যে
বন্ধু মানে তপ্ত রোদে ছায়া
বন্ধু মানে স্নেহ-প্রেম-মায়া
বন্ধুর কাছে নির্ভয়ে সব বলি
বন্ধুর সঙ্গে নির্ভয়ে পথ চলি
বন্ধু মানেই আড্ডা, গান, মাস্তি
বন্ধু মানেই গ্লানির শেষে স্বস্তি
বন্ধু যদি সঙ্গে থাকে সংগীতে
নাচে মন উল্লাসের-ই রঙেতে
বন্ধু বোঝে ব্যথার কথা সহজে
বন্ধু আঁকে সুখের ছবি মগজে
বন্ধু বিনে হৃদয়জুড়ে শূন্যতা
তাই চাইছি তোমার বন্ধুতা।