মধুবংশীর গলি
এখন নিজেকে বড় ভালোবাসতে ইচ্ছে করে
এতকাল তোমাকে বেসেছি। ছাইপাঁশ আরও কত কী যে!
ছেলেপুলে, রেশনের চাল-চিনি, মিছিলের ভিড়
পয়লা তারিখ আর গোপন অভ্যাসে কেনা লটারি টিকিট
তোশকের নিচে জমা নাসবন্দী কবিতার স্তূপ...
আজকাল মনে হয় ছাদের কানাচে বসে
নিজের গালেই চুমু খাই, ভরা পূর্ণিমায়
চিত হয়ে বিলি কাটি বুকের পশমে
বেঁকে যাওয়া মেরুদণ্ডে রাখি এই মমতার হাত
ভালোবেসে চামড়া খুলে দিই যে আমার
কিছুই নেবে না বলে, দূরে দূরে থাকে...
তার ভাসা ভাসা চোখ থেকে ঝরে পড়া
হারানো জোৎস্না যত সারা গায়ে মেখে
হেঁটে যাই একা কোনো সুঁড়িপথ ধরে
তখনো থাকুক চাঁদ, মাথাখাগি, মাথার ওপর!