কাঠগোলাপের ভালোবাসা

মাটিতে বিছিয়ে আছে কাঠগোলাপ ফুল।

আমি নির্বাক শূন্যতায় পূর্ণতা খুঁজে যাই অবিরাম;
দূরত্বের শোক জ্ঞাপন করি শব্দের আখরে,
প্রকাশিত ভালোবাসার অপেক্ষা অপ্রকাশিত নীরবতায়!
পরিত্যক্ত বিচ্ছেদের অটোগ্রাফে, বিরহী যক্ষের স্মৃতি মেদুরতায়,
ভালোবাসি মেঘলা দিনে আকাশের মুখভার,
হঠাৎ বৃষ্টিতে বানভাসি চৌরাস্তার ল্যাম্পপোস্টে,
ভিজে ঝুপসি এক দাঁড়কাক।
কাঠগোলাপ আর এক কাপ চায়ে সাদা-কালো চলচ্চিত্র
বারান্দা পেরিয়ে জলছাপ রেখে যায় ছোট্ট চড়ুই,
তবলার লহরির বোল টিনের চালায়, চুপকথা বোনে
শহরের ইতিকথায়!
ভালোবাসা নয়কো ঠুনকো, যতই বলো আসে না আর;
ধাতব মনের পরত সরালে ভালো লাগার এক মানুষ পাবে!