অন্তরালে
দৃষ্টিসীমার বাইরে ভাবনার অন্তরালে
চিন্তাগুলো অবিরাম খেলছে।
চোখের পাপড়িতে মাকড়সার জালের মতো
জড়িয়ে আছে কত শত নোনাজলের ফোঁটা
অবিরত কাঁপছে ঠোঁট,
দুটো চোখের চাহনি আর ঠোঁটের মাঝে
কী যেন একটা বলার আকুতি!
সীমাহীন রহস্যে ঘোলা হয়ে আসছে চারপাশ
হঠাৎ রহস্যজাল ছিন্ন করে মনের মধ্যে জমে থাকা
ভাবনাগুলো আর্তচিৎকার করে ওঠে,
আমরা আমরা বলে—
দারুণ সুযোগে বলে উঠে, আমরা এসেছি।
এতকাল ধরে জমে থাকা সব ভাবনার রহস্যজাল
ছিন্ন করে,
অন্তরাল থেকে সবার সম্মুখে।