জীবন খেলায় মত্ত সবাই

অলংকরণ: মাসুক হেলাল

আমরা হলাম স্বজাতি ভাই একের পিছে অন্যে
লেগে থাকি সমালোচনায় সবাই সবার জন্যে!
যৌক্তিকতা না জানলেও বিবেকবানের গণ্যে
ভদ্র সমাজের মাথা হয়ে বক্তৃতা উড়াই শূন্যে।

কারও ভালো কেউ দেখি না বাঁচি নিজের জন্যে
সুখ খুঁজিতে দুর্নীতি করে টাকা কামাই সবে হন্যে।
সংসার নামক কঠিন চাকা চলে দ্রব্যজাতের পণ্যে
কেউ কাউকে করি না আবার নিজের চেয়ে মান্যে!

একে অপরকে ছোট করি হোক না স্ত্রী বা কন্যে
বাহিরে কিন্তু নীতিকথা বলি মা-বোনদের জন্যে!
কী আশ্চর্য জীবনবোধ তবু ভাবি আমি কত ধন্যে
বিজ্ঞ ব্যক্তির মুকুটখানি পাচ্ছি সকলের জন্যে।