কান্না-হাসির বিজয়

কুয়াশায় মোড়া ভোর। পীরগঞ্জ, ঠাকুরগাঁওছবি: প্রবীর পাল

কান্না-হাসির অশ্রু নিয়ে
সুবাস ছড়াই বিজয়ফুল,
মরমব্যথা ঢেউয়ের তালে
ভাঙতে থাকে নদীর কূল।

ভাই হারানোর গানের সুরে
গাইতে থাকে অচিন পাখি,
রক্ত–জলে দু’গাল ভেজে
শোকে গাঁথা মায়ের আঁখি।

যুগের আলোর রাঙা উদয়
শহীদ ভাইয়ের অমূল্য দান,
পুত্রহারা বুকখানা মা–র
শূন্যে ভরা অগ্নিশ্মশান।

থোকা থোকা বিজন ব্যথার
সাক্ষী আছে দূর্বাঘাস,
রবির আলোর অন্তরালে
লুকিয়ে আছে এক ইতিহাস।

সজীব হয়ে ওঠে মাটি
বীর শহীদের আত্মদানে,
কান্না-হাসির বিজয়কেতন
উড়তে থাকে উচ্চমানে।