কেমন আছ
আমার ভালো থাকায় কেউ অভিশাপ দিয়েছে,
কাছেরই কোনো মানুষ।
জীবন্ত লাশ হয়ে আছি,
কোনো শকুনির অপেক্ষায়।
মরীচিকা পথে পা বাড়িয়েছি,
কেউ ফিরে আসবে বলে।
ভালোবাসার নিকৃষ্ট ভিখারি হয়ে
বেহায়াপনায় ভাগ্যরেখা ঠেকেছে।
সাদা পলিথিনের কাফনে জড়িয়ে
ব্ল্যাকটেপ আর টিস্যুর অন্তরালে
সমাধি দিয়েছি সরল মনকে—
কারও মায়ার ছলনায় পড়ে।