আকাশের ঠিকানায় চিঠি লিখো

মডেল: নুসরাত জাহান স্মৃতিছবি: লেখকের সৌজন্যে

প্রিয় মনবালিকা,

নতুন বছরে আপনার কথা ভীষণ মনে পড়ছিল। একা একা জানালার দিকে তাকিয়ে আপনার কথা ভাবছিলাম। কিন্তু কী লিখব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ মনে হলো আপনাকে নিয়ে একটা চিঠি লিখি। চিঠি সস্তা এবং সুন্দর। কিন্তু লিখতে গিয়ে খুঁজে পাচ্ছিলাম না কথা। কী লিখব? আপনি যে লেখার চেয়েও সুন্দর।

যখন ঠিকানা জানা থাকে তবু চিঠি লেখা হয় না, তখন রুদ্রের সেই গান, কেবলই থাকে দুজনের একটা আকাশ।
‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।’

আপনার নামে আকাশের ঠিকানায় চিঠি পাঠিয়ে দিলাম। কোনো এক রৌদ্রতপ্ত বিকেলবেলা বেলীফুলের ভালোবাসায় মোড়ানো চিঠিখানা পড়ে নিয়েন।
হয়তো আমাদের আর দেখা হবে না, কথা হবে না। তারপর হয়তো একদিন দেখা হবে। তখন আমার আবেগের চাহনি দেখে বুঝে নিয়েন ভালোবাসার গভীরতা। দূর থেকে চাইব আপনি ভালো থাকেন সব সময়।

ইতি
মনবালক