পূর্ণতা

অলংকরণ: তুলি

বন্ধু,
আমি আজ বড্ড ক্লান্ত,
আমার এখন শুধু ভাবতে ভালো লাগে—
ছোটবেলার সেই মায়া মাখানো ইচ্ছেগুলোর কথা...
তাদের কারোরই ডাকার মতো কোনো নাম নেই;
নেই অস্তিত্ব অনুভবের কোনো গন্ধ!!

জানো,
চাইতাম আমি পৃথিবীর সুন্দরতমকে দেখতে,
কিন্তু আমার কোনো দৃষ্টি ছিল না...।
চাইতাম আমি কাঁদতে
কিন্তু আমার চোখে কোনো পানি ছিল না...।
চাইতাম লোকে আমাকে দেখিয়ে বলুক,
দেখ, ও কত বড়!!
কিন্তু আকাশের উচ্চতা নিয়ে আমার কোনো ধারণাই ছিল না...।

চেয়েছিলাম পৃথিবীর সুন্দরতম গল্পটা লিখতে,
কিন্তু আজও আমি তার অক্ষরগুলো চিনে উঠতে পারিনি।
আমি শুধু স্বপ্ন দেখতে শিখেছিলাম,
কিন্তু তাতে প্রাণ দিতে পারিনি...।
বন্ধু, হাঁপিয়ে উঠলে বুঝি?
বলবে—আরে এমনই তো হয়!
নাহ বন্ধু, আমি তা শুনতে চাইনি।
শুধু চাই—
এই নিয়ে তুমি ‘জীবনের পূর্ণতা’ নামে একটা গল্প লেখ।
অধিকার যদি না খাটে,
তবে একে অনুরোধ বুঝে নিও...!