আশায় বাঁচি

ছবি: ফ্রিপিক

বিরলে বসে আজি ক্লান্ত আমি,
ক্লান্ত এ দুচোখ নিভু নিভু তবু,
জেগে রই নীরবে-নিভৃতে, আশায়
অর্থহীন সময়গুলো শব্দ ছুড়ে আমায়,
হয়তো হবে ভোর, খুলবে আশার দুয়ার,
এই অভিলাষে জেগে রই, মানিনি কভু হার।
সময়ের মতো আমিও কি অর্থহীন?
নিজেকে নিজেই করেছি কত ক্ষীণ!
প্রাণহীন তবু বেঁচে রই আশায়, অপেক্ষায়।
যার কোনো শেষ নেই, আছে শুধু শুরু!
অন্তহীন এ যাত্রা হবে কি কভু পূরণ?