যে জীবনকে আমি চেয়েছি খুব করে

দিনযাপনের শেষে চাই হাসিমুখে বেঁচে থাকাটাছবি: সুমন ইউসুফ

জীবন এক আস্ত বিষণ্নতা; তবু,
দিনযাপনের শেষে চাই হাসিমুখে বেঁচে থাকাটা।
পৃথিবীর নিয়ম বলে কথা, নিয়মের বাহিরে যাব,
কোথায় এমন দুঃসাধ্যতা!

প্রাণ চায় যতটুকু, কতটুকুই–বা পায়
মনে দিয়েছি যারে স্থান, যদি সে ফিরে না তাকায়!
সময় দিয়েছি অনেক, স্মৃতি ভুলা দায়
আবার যে শুরু করব, সে উপায় কোথায়?

গোলকধাঁধায় আছি নাকি জীবনে বেঁচে চলেছি!
এত এত ধাঁধা, আমি ক্লান্ত হয়ে পড়েছি,
মাতৃগর্ভে বারবার ফিরে যেতে চেয়েছি।
কি এমন হতো যদি কখনোই বড় না হতাম,
হাট্টিমাটিম বলে শুধুই ছুটে বেড়াতাম।

আমি থেকে যেতাম আমার সে দুনিয়ায়।
হয়তো উপরে কেউ একজন বসে
আবারও সাজাচ্ছে সেই জীবন,
যে জীবনকে আমি চেয়েছি খুব করে।