পাঁচটি অণুকাব্য
১.
আজ এই গোধূলিলগ্নে
তোমার সঙ্গে আলাপনে
২.
তোমার প্রিয় আকাশ নীল
যদি চাও হব শুভ্রনীল
৩.
একবার শুধু ভালোবাসি বলো
হাত দুটো ধরে প্রেমের পথে চলো
৪.
তোমার স্পর্শে অমৃতের স্বাদ
তোমাতে বিচরণ হবে আমার অবাধ
৫.
একসঙ্গে আমরা দুজন এই আঁখি স্বপ্ন দেখেছিল
গোপন অভিসারে এই আঙুল তাই চিঠি লিখেছিল