শরৎকাল সবচেয়ে সুন্দর ঋতু। বাতাসের আলিঙ্গনে প্রাণিজগতে নানান সজীব রঙিন ছবি আঁকা হয়। প্রাকৃতিক রঙিন তাত্ত্বিক পরিবর্তনের সঙ্গে এটি আসলেই জীবনে নতুন আবেগ নিয়ে আসে। এই মধুর আবেগ ঘিরে শরতের আকাশ নিয়ে যাত্রা শুরু হয়।
সকালের প্রথম আলো শরৎ ফুলের রঙে আবৃত হয়ে ওঠে। প্রাকৃতিক দৃশ্য হলো একটি চিত্রকলায় আবদ্ধ উদ্যান। রঙিন ফুলের সঙ্গে বৃষ্টির ধারা একটি প্রেমগল্প; যা প্রতিটি পাখির চিরন্তনী গানে প্রকাশ পেয়েছে। বৃষ্টির বুনি বুনি ধারা আকাশ ও পৃথিবীকে মেলে দিয়েছে, যেটি সবার মনে এক প্রেমের আকাশ হয়ে ওঠে।
শরৎকালে আকাশ তার আকার পরিবর্তন করে। মেঘগুলো কাটাকাটি করে আকাশের মধুর কাণ্ড বিচ্ছেদ করে। সূর্য আস্তে আস্তে অস্ত হতে প্রদীপ্ত হয়। সেই সময় আকাশ আরও একটি নতুন রঙে প্রবৃদ্ধি পায়। হাসির মতো তুলে দেয় সবার মুখে, যেমন প্রেমের সুগন্ধি বাতাস শুষ্ক পাতায় লেপে আসে।
এ সময় আকাশ ও প্রাকৃতিক পরিবেশ আকর্ষণীয় এবং রঙিন হয়ে ওঠে। আকাশের বর্ণ বদল হয় এবং প্রাকৃতিক পরিবেশও নানান রঙের মাত্রা ধারণ করে। শরতের আকাশ নীল, সাদা রঙে রঙিন হয়।
তারাগঞ্জ, রংপুর