সন্তানকে ‘না’ বলতে শেখাতে হবে

কারও জিনিস নেওয়ার আগে অনুমতি নিতে হয় তা সন্তানকে শেখাতে হবে। ছবি: অধুনা

একবার ভেবে দেখুন তো আপনার সন্তানকে ‘হ্যাঁ’ বলা শেখানোর পাশাপাশি ‘না’ বলতেও শেখাচ্ছেন কি না?

ছোটবেলা থেকে আমরা সন্তানদের এমনভাবে বড় করি যে তাদের কোনো কিছুতে ‘না’ বলতে শেখাই না। পিতামাতারা আমাদের এসব শেখান না। কারণ, সমাজ ‘না’ শব্দটা গ্রহণ করে না। ‘না’ বলা মানে হলো অবাধ্যতা। তাই আমাদের সমাজ ও পরিবারের কাছে এটি একটি অগ্রহণযোগ্য শব্দ। অথচ এটি অনেক বড় একটি ভুল ধারণা।

সন্তানকে ‘না’ বলতে শেখাতে হবে। একবার ভেবে দেখুন, আপনার সন্তান যখন কোনো খাবারকে ‘না’ বলে তখন আপনি কী করেন? সন্তান যখন নিজের ইচ্ছায় কোথাও যেতে চায়, তখন আপনার অভিব্যক্তি কী থাকে?
এমনকি আমরা এমন পিতামাতাও দেখেছি, যাদের সন্তান তার পছন্দের পোশাকের রং পর্যন্ত নির্ধারণ করতে পারে না।

‘না’ শব্দের অর্থ যে শুধু নেতিবাচক, তা কিন্তু নয়। ‘না’ মানে হলো আমার পছন্দ, অপছন্দ, আত্মসম্মানবোধ প্রকাশ করার শব্দ। এই শব্দের প্রকৃত অর্থ সন্তানদের শেখাতে আমরা ভুলে যাই। অবশ্য আমাদের ছোটবেলাতেই নিজের পছন্দ-অপছন্দ এবং আত্মসম্মানবোধ প্রকাশের এই সুযোগটা কেড়ে নেওয়া হয়। এ কারণে আমরা অন্যায় সহ্য করার পাশাপাশি একদিন নিজেরাও অপরাধী হয়ে যাই। তখন অন্যায় করতে বা অন্যায়কে প্রশ্রয় দিতে আর দ্বিধা করি না।

আপনার সন্তান খাব না, যাব না, পড়ব না, করব না—এই কথাগুলো বলার স্বাধীনতা পায় না বলেই ছোটবেলা থেকে সে তার জীবনের কঠিনতম ‘না’ কিংবা নিজের মতপ্রকাশের বোধটা হারিয়ে ফেলে। একজন শিশু এই ধারণাটা নিয়ে বড় হয় যে সারা জীবন তাকে প্রতিটা বিষয়কে মেনে নিয়ে ‘হ্যাঁ’ বলে বাঁচতে হবে। তার কাছে ‘না’ মানে মৃত্যুসম একটা শব্দ।

আমাদের দেশে গ্রামাঞ্চলে অসংখ্য মেয়ে এই ‘না’ বলতে না পারার কারণে ঝরে যায়। ‘না’ বলতে না পারার কারণে নিজের পছন্দের খাবার খেতে পেতে না, শারীরিক নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে পারে না, শিক্ষার অধিকার চাইতে পারে না, পুষ্টিকর খাদ্যের অভাবে সুস্থ সন্তান জন্ম দিতে পারে না, বাল্যবিবাহ ও ইভ টিজিংয়ের মতো অপরাধের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে না। এমনকি একটা ছোট্ট বাচ্চার সঙ্গে ঘটে যাওয়া শারীরিক অন্যায় স্পর্শকে সে ‘না’ বলতে পারে না। প্রকাশ করতে পারে না পিতামাতা নামক সবচেয়ে নিরাপদ আশ্রয়ের কাছেও।

এই ধরনের প্যারেন্টিং সন্তান এবং সমাজের জন্য ভয়াবহ। সন্তানকে সত্য ও সততা শেখাতে হবে।

সভাপতি, রাউজান বন্ধুসভা ও প্রভাষক, নোয়াপাড়া ডিগ্রি কলেজ, চট্টগ্রাম