বিবর্ণ জীবন

অলংকরণ: তুলি

মুখোশের অন্তরালে বিবর্ণ জীবন
বিমূর্ততার ছলনায় জর্জরিত,
স্বপ্ন দেখার রঙিন আয়না শেকলবন্দী।
ভালোবাসার আঁতুড়ঘরে হায়েনার আনাগোনা
ইচ্ছের বিরুদ্ধে অভিযোগের দুরন্তপনা,
মনের সুপ্ত সিংহশক্তির অকালবৈধব্য।
কুয়াশার চাদরে ঢাকা আলোর মিনার
হৃদয়ের রাজমহলে নগ্ন কান্নার শব্দ,
আঘাতে আঘাতে ধূলিসাৎ সাজানো বৈভব।
ধ্বংসস্তূপের শেষ খণ্ড তবু ওঠে জেগে
শক্তির দাপটে অস্থির জীবনচিত্র,
স্বস্তির নিশ্বাসের ব্যর্থ প্রয়াস রুদ্ধ কারাগারে।