প্রেমিক মন ও প্রণয় প্রার্থনা
প্রেমিক মন নারী দেহাবয়বের খাঁজে খাঁজে
খোঁজে কবিতার উপমা।
প্রতিটা বয়সের যেমন সৌন্দর্য আছে
প্রতিটা বয়সেরই থাকে প্রেমিক মন।
হৃদয়ের ভাষায় খোঁজে প্রণয় ও মিলনের প্রার্থনা,
খোঁজে নারী কবিতার এপিঠ ওপিঠ।
প্রেমিক মন নারী দেহাবয়বের খাঁজে খাঁজে
খোঁজে কবিতার উপমা।
প্রতিটা বয়সের যেমন সৌন্দর্য আছে
প্রতিটা বয়সেরই থাকে প্রেমিক মন।
হৃদয়ের ভাষায় খোঁজে প্রণয় ও মিলনের প্রার্থনা,
খোঁজে নারী কবিতার এপিঠ ওপিঠ।