নবনীতা

অলংকরণ: তুলি

নবনীতা,
তোমার কাজল চোখের তারায় কে থাকে
তোমায় নিয়ে কে কাব্য রচে, ছবি আঁকে?
তোমার গল্পের ভাষা বিন্যাসে কে শব্দ সাজায়
তোমার শহরে কে সে মায়ার হুইসেল বাজায়?

এসো নবনীতা
আমার পাশে বসো, কথারা উধাও হোক হাওয়ায়
আমার হাতটি ধরো, এই জোছনা জলের চাওয়ায়,
রাতটা আরও দীর্ঘতর হোক; নৈঃশব্দ্যের চটুলতায়
এসো—আরও ঘন হয়ে বসো, মিশে থাকো উষ্ণতায়।

নবনীতা,
তোমার খোলা চুলে হাসনাহেনা ফুলের ঘ্রাণে
মাতাল হোক গোপন অভিসার, মায়ার টানে।
তোমার ঠোঁটের ভাঁজে ঝোলে আমার অদৃশ্য ফাঁসি
আমাকে দণ্ড দাও গো; কেন তোমায় ভালোবাসি!