সীমান্ত নদী

যাদুকাটা নদীছবি: খলিল রহমান

ভারত থেকে বাংলাদেশ
আসে ৫৪ নদী।
মিয়ানমারের ৩টি মিলে
৫৭ বয়ে নিরবধি।
সিলেট বিভাগে ১৭ নদী
আন্তসীমান্ত হয়ে
হবিগঞ্জে খোয়াই, সুতাং
সোনাই নামে বয়ে।
সুনামগঞ্জে যাদুকাটা
উমিয়াম, জালুখালী
দামালিয়া, নয়া গাং
নিয়ে যায় পলি-বালি।
মৌলভীবাজারে মনু
জুড়ী, সোনাই বরদল  
লংলা, ধলাই নিয়ে চলে
কিউসেক কিউসেক জল।
সিলেট জেলায় ধলা, পিয়াইন,
সুরমা, কুশিয়ারা
সারি গোয়াইন জলের ধারায়
সিলেটিরা আত্মহারা।