অপু কি ফিরবে মনের দেয়ালের ছায়া হয়ে,
নাকি রয়ে যাবে কোনো এক অবনীর মায়ায়।
আমি অবনী নই অবনী হতেও চাই না,
অপু যদি সত্যি আমাকেই ভালোবাসে
তবে সে ফিরবে, যতই ঝড় হোক বৃষ্টি হোক
খরায় চৌচির হোক পৃথিবী।
অপু ফিরবেই কখনো গোলাপ হাতে
কখনো কদম অথবা সাদা কাশফুলে
নয়তো ভোরের শিশির অথবা বিকেলের ঘাসফুলে।
জানি অপু ফিরবেই, অবনীকে ফিরিয়ে দিয়ে
নন্দিনীর স্নিগ্ধ রূপে কোমল মায়ার জন্য
অপুকে ফিরতেই হবে কোনো একদিন।