বিনাশকারী

অলংকরণ: আরাফাত করিম

আমরা আদতে বিনাশকারী। যেকোনো ইতিবাচকতা আয়োজন করে, প্রথমে মাটিতে পুঁতি, তারপর এর ওপর আক্ষেপের সামষ্টিক বাগান গড়ি। প্রথমে জীবিতকে অপমানে খুঁড়ে খুঁড়ে নিঃশেষ করি, তারপর তাকে মৃতের খোলসে স্মরণে সাজাই।

তাই তো মরণোত্তর সম্মাননা এত বেশি এখানে। জীবিতের খোঁজ করি না, মরণের পর বেদিতে ফুল নিয়ে হামলে পড়ি। আমরা অন্যের অসম্মানেই নিজের সম্মানের খোঁজ করি।

সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ বন্ধুসভা