যে নারীটি স্বামীর দ্বারা
পীড়ন সয়ে বাঁচে,
অশ্রু তাহার নয়ন সাথি
নয়ন মাঝেই আছে।
প্রবাস গেছে যে বাবাটি
সবার সুখের তরে,
নিশীথ রাতে সেই বাবাটির
নয়ন বারি ঝরে।
যে জননীর বক্ষের ধন
থাকেন পরবাসে,
গভীর রাতে মায়ায় সে তো
অশ্রু জলে ভাসে।
পেটের ক্ষুধায় কাঁদে শিশু
ঘুম ভেঙে যায় রাতে,
বক্ষ শূন্য মা–ও কাঁদেন
নয়ন জলের সাথে।
পিতার কাঁধে সন্তানের লাশ
সবচেয়ে হয় ভারী,
জীবন অন্ত পিতা-মাতা
অশ্রুতে দেন পাড়ি।
নয়ন দিলেন তিনি মহান
অশ্রু দিলেন মাঝে,
শত কষ্টে সেই নয়ন যে
অশ্রু জলে ভিজে।