ছেঁড়া পাতার বিছানা

অলংকরণ: মাসুক হেলাল

খড় দিয়ে ছাউনি করি
কুড়ানো কাঠে বেড়া,
ছেঁড়া পাতায় বিছানা গড়ি
এই তো আমার ডেরা।

কুঁড়ের পিছে বাঁশের ঝাড়
রাতে জোনাক জ্বলে,
মনের দীপ নিভে গেছে
তবু জীবন চলে।

চলছে অরুণ, জানে না বরুণ
ব্যথা নিদারুণ হায়,
পবনে করুণ গন্ধ ছড়ায়
জীবন ফুরিয়ে যায়।