আত্মকথন

মডেল: তাসনিম খানছবি: সংগৃহীত

এই যে মন তোমাকে বলছি, শুনলাম তুমি নাকি অল্পতেই ভেঙে পড়ো? নিজের ভালো লাগা-মন্দ লাগা অন্যের ইচ্ছের ওপর সঁপে দাও। নিজস্ব চাওয়াগুলোকেও নাকি দমিয়ে রাখো অন্যের ভালো চাইতে গিয়ে?

জানো তো, মানুষ দুঃখ দিতে পারলে সুখী হয়। কিন্তু কেন হয়? আর যে মানুষগুলো দুঃখ দেয়, তাদের মনের গহীনেই কেন আমাদের যেতে ইচ্ছে হয়?

দূরত্ব বেড়ে গিয়ে যখন স্মৃতির পাতায় ধুলো জমতে থাকে, ঠিক তখনই কেন মন খারাপের মেঘ রাশি রাশি এসে বৃষ্টি রূপে নেমে দুঃখটাকে আরও সতেজ করে দেয়?

তুমি তোমার প্রার্থনায় সবার ভালো চাইলে; কিন্তু আমাকে তোমার করে চাইলে না। হেমন্তের মিষ্টি সকালকে শীতের সকাল ভেবে চাদরের মধ্যে আচ্ছন্ন করে নিলা।

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, কেরানীগঞ্জ বন্ধুসভা