হাঁসের ছানা

খাবারের খোঁজে দল বেঁধে হাঁসের ছানা। ছবিটি পাবনার চাটমোহর উপজেলার কদমতলী গ্রাম থেকে তোলাছবি: হাসান মাহমুদ

হাঁসের ছানা হলুদ ডানা
চোখ দুটো তার টানা,
তুলতুলে লোম মখমলে ওম
ধরতে তাদের মানা।
বিলের জলে হাওয়া দোলে
শাপলা শালুক ফুলে,
খায় যে খানা হাঁসের ছানা
ছোট্ট শামুক তুলে।
মায়ের সাথে দিবস–প্রাতে
দল সাঁতারেই মাতে,
দিচ্ছে পাড়ি হাঁসের সারি
দারুণ মজা তাতে।
খোকা খুকি দিচ্ছে উঁকি
পিছলে পড়ার ঝুঁকি,
গাছের মালি কাঠবিড়ালি
খেলছে লুকালুকি।
হাঁসের ছানা আছে জানা
একা যেতেই মানা,
বিল ও ঝিলে ভূবন চিলে
দিতে পারে হানা।