ঈদের খুশি ছড়াল পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

ঈদ মানেই আনন্দ! খুশির আমেজ চারপাশে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা চায় পরিবারকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে। কিন্তু সবার সেই সামর্থ্য হয়ে ওঠে না। সমাজের অসহায়, দরিদ্র মানুষের ঈদের আনন্দ আরেক ধাপ বাড়িয়ে দিতে এবং সেই আনন্দ ভাগাভাগি করে নিতে উদ্যোগ নিয়েছে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে নিম্ন আয়ের কয়েকটি পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী ও শিশুদের নতুন জামা বিতরণ করেছে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা। ১ ও ২ এপ্রিল কলেজ ক্যাম্পাসের আশপাশের কয়েকটি পরিবারের মধ্যে উপহার হিসেবে এগুলো বিতরণ করা হয়।

বন্ধুসভার বন্ধুদের আর্থিক সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার সভাপতি ইমামুল ইসলাম, সাধারণ সম্পাদক অভিজিৎ ঘোষ, অর্থ সম্পাদক কৃষ্ণ দাস কুরী, উপদেষ্টা সেতু মল্লিক, মার্জিয়া আক্তার, সৌরভ দাস, মির্জা হাসানসহ আরও অনেকে।

সভাপতি ইমামুল ইসলাম বলেন, ‘আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার। সেই সঙ্গে বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এই মহৎ কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করার জন্য।’

উপদেষ্টা সেতু মল্লিক বলেন, বন্ধুদের উদারতা এবং আনন্দ ভাগ করে নেওয়ার এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।