একটি সকালের অপেক্ষায়

অলংকরণ: মাসুক হেলাল

আর কত অস্বীকার করলে
মুখ ফিরিয়ে নেবে দুঃখ।
আর কতটা বাঁচলে
একেবারে নিরর্থক হবে না
আমার এই বেঁচে থাকা।

যুদ্ধ আর কতটা ভয়াবহ হলে
জীবন বুঝিয়ে দেবে আমার পাওনা।
আর কতটি ফাগুন পেরোলে
বসন্ত দেবে ধরা,
একটি ফুল ফুটবে আমার জন্য।
আর কত অপেক্ষা করলে
একটি সকাল বদলে দেবে আমার দিন।
আর কত,,,,
এই অপেক্ষার শেষ কোথায়?