কৃষ্ণপক্ষের পরে

প্রতীকীছবি: কাজী ইমদাদুল হক ইমু

এতটা কালের অমাবস্যায় অন্ধকার পথে
ওত পেতে থাকা পিশাচ–পিশাচিনীদের
আলেয়ার রূপে দাপুটে হেঁটে বেড়ানোটা
চাইলেও আচমকা থেমে যাবে না।
যদিও ভোর হয়েছে, উদয় হয়েছে নতুন সুদীপ্ত সূর্য।
এবার তেজস্বী সূর্যের আলোয় স্বচ্ছ আয়নায়
ঝলমল করেই সব সত্যের উন্মোচন হবে,
পুরোনো দেয়ালের পলেস্তারা ঝরে পড়ার মতোই
একে একে মিথ্যের মুখ হতেও খসে পড়বে
প্রতারণার আবরণে ঢাকা সব রংচটা মুখোশ।
না, ভয় নেই কোনো; কৃষ্ণপক্ষ কেটে গেছে
দীর্ঘ অমানিশার পরে নব আভায় ভোর হয়েছে,
সে ভোরে তো শঙ্কিত মনে আতঙ্ক থাকবেই!
আরও কিছুটা সময় নাহয় ধৈর্য ধরে কেটে যাক।
তবু অশনি আঁধার কিংবা পিশাচমুক্ত দিনরাত্রি
আর মিথ্যের মুখোশহীন শুদ্ধ প্রগতিশীল একটি রাষ্ট্র
এবং শুভ সুন্দর সমাজ–সংস্কৃতি প্রতিষ্ঠা পাক।