শ্রাবণ সন্ধ্যায়
শ্রাবণের অঝোরধারা ঝরছে কোনো এক সন্ধ্যায়,
ধীরে ধীরে গোধূলির ক্ষণে মুড়িয়ে দিয়েছে আঁধারের চাদর।
কেমন যেন সুনসান নীরবতা,
কেবল একপেশে চলছে রিমঝিম বৃদ্ধির আওয়াজ।
মৃদু সমীরণে কদমের সৌরভে মুখর চারদিক।
মায়াবী লগনে মোহিত হয়ে বসে আছি জানালার পাশে।
মনময়ূরী পেখম তুলে নেচে ওঠে অদম্য এক যৌবনে!
বর্ষার রূপে মোহিত হয়ে শূন্য মননে সৃষ্টি করে অনন্য এক নৃত্যকলা।
হারিয়ে যাই স্বপ্নলোকের ক্ষেমে,
অপলকে অক্ষিকোটরে ভেসে ওঠে প্রিয়তমার মায়াবিনী মুখখানি।
কোনো এককালে যে ছিল প্রণয়ের ডোরে বাঁধা,
প্রণয়ের বাঁধন ছিন্ন করে আজ সে চলে গেছে বহু ক্রোশ দূরে।
নয়নের লোনাজল নির্গত হয়ে বৃষ্টিবারির সঙ্গে একাকার,
এমন শ্রাবণ বরষায় মন চাহে প্রিয়া কাছে এসো একবার!