ঈদের ছুটি শেষ। এবার নিয়মের পরিক্রমায় শহরে ফেরার ঘণ্টা বেজেছে। ঈদের ছুটিতেই মূলত বেশি দিন বাড়ি থাকার সুযোগ হয়। কম করে হলেও সপ্তাহ দুয়েক ছুটি তো থাকেই।
ঈদের ছুটির এই সময়গুলো অনেকটা আমাদের শৈশবের সোনালি দিনে প্রত্যর্পণ করে। মূলত ঈদের ছুটি পরিবারের সবাইকে একত্র করার মহাসমারোহে যাত্রা করে। আজ সেই মহাসমারোহ তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছেছে।
ঈদের ছুটির শেষ দিন মানে বিষণ্ণ মনে বাড়ির আঙিনা ছেড়ে শহরে ফেরা। যেখানে ১৬২ কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়েও আমার শরীরে মায়ের আঁচলের গন্ধ লেগে থাকে। সত্যি বলতে, ছুটির শেষ দিনে বাড়ি ছেড়ে শহরে ফেরার অনুভূতি বেশ জঘন্য। তবু আমাদের ফিরতে হবে, ফিরতে হয়।
ফেরার দিনে কংক্রিটের আবরণে ছেয়ে থাকা ধুলাবালুর শহর কেবল আমার কাছে অস্থিরতায় নিমজ্জিত। কোথাও মনের খোরাক জমছে না। মনের কোনায় ছুটির দিনে জমানো সব স্মৃতির অনুভূতিরা ভোঁ ভোঁ করছে।
ছুটির শেষ দিনেও আমাদের বিষণ্ণ মনে স্মৃতির অনুভূতিগুলো আমৃত্যু বেঁচে থাকুক। আবারও কোনো এক ঈদের ছুটিতে আমাদের স্মৃতির অনুভূতিরা প্রফুল্লিত স্বপ্নে বাড়ি ফিরুক।
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ