ভেতরটা বড্ড পুরছে।
বাইরে থেকে নাকে একটা গন্ধও পাচ্ছি
শুনেছি আগুন পোড়ালে তবু কিছু রাখে যায়
সামান্য কিছু হলেও থাকে,
হোক না তা ছাই বর্ণের,
কিন্তু,
আমার পোরার কিছুই অবশিষ্ট থাকে না
খাঁ খাঁ বিরান,
আমার কিছু নাই।
নিজেকে মনে হচ্ছে বড্ড একা।
ভাসছি শূন্যতায়।
অবাক,
খুব অবাক লাগছে,
চাঁদও আজ দিয়েছে ফাঁকি
হিমশীতল এই কনকনে ঠান্ডায়,
খোলা আকাশের নিচে আমি আর গোটা কয়েক ক্ষুধার্ত কুকুর
প্রাণহীন প্লাস্টিকের পুতুলের মতো দাঁড়িয়ে।
বোকা,
বড্ড বোকা আমরা,
তবু মাথার উপরের ওই আকাশ সমান বিশ্বাসে রয়েছি অপেক্ষায়।
চারদিক নিস্তব্ধ,
কষ্টের চাদরে আজ ঢাকা পড়েছে
আলোর মতো আনন্দ উল্লাসগুলো।
এ অসীম মরুভূমিময় শূন্যতার বুঝি—
অবসান কোনো দিন হবে না
চোখ দুটোও পুড়ে ছারখার
তবু চেয়ে রই শূন্যতায়!