মানুষ এক পরিযায়ী পাখির নাম

পরিযায়ী পাখির বিচরণ, প্রতীকীফাইল ছবি: প্রথম আলো

একদিন কৃষ্ণগহ্বর পেরিয়ে এখানে মানুষেরা আসে
সূর্যের আহ্বানে মাটিতে ছড়িয়ে পড়ে শস্যদানার মতো
তারপর একদিন অন্ধকার গিলে খায় শেষ বিকেলের ছায়া।
মানুষ শরীরের জন্মঘ্রাণ নিয়ে ছড়িয়ে পড়ে এখানে-ওখানে
এই সবুজ প্রান্তরে নতুন মানুষগুলো হেঁটে যায় ধীর পায়,
মায়ার সংসারে মানুষ আসে—ফের মানুষ একাই চলে যায়।
শীতে যেমন এখানে পাখিরা আসে—ফাগুনে চলে যায়
মানুষ এক পরিযায়ী পাখির নাম; মনে রাখা কার দায়!