অস্কার নিয়ে যত তথ্য

বিজয়ীদের প্রদানের জন্য প্রস্তুত করা অস্কার পুরস্কারছবি: রয়টার্স

বিনোদনজগতে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডস। ১২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল অস্কারের ৯৫তম আসর। সেরা চলচ্চিত্রসহ সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতে বাজিমাত করেছে ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট পরিচালিত এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস।

প্রতিবেশী দেশ ভারতও প্রথমবারের মতো পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছে। একটি নয়, দুটি অস্কার বাগিয়ে নিয়েছে তারা। সেরা তথ্যচিত্র বিভাগে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’ ও সেরা অরিজিনাল গান বিভাগে ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’। এ ছাড়া উপস্থাপনায় ছিলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন।

চলুন অস্কার–সম্পর্কিত আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক

• অস্কারের অফিশিয়াল নাম ‘একাডেমি অ্যাওয়ার্ডস অব মেরিট’। পুরস্কারটি প্রদান করা হয় ‘একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ নামের একটি প্রতিষ্ঠান থেকে।
• ১৯২৯ সাল থেকে অস্কার পুরস্কার দেওয়া শুরু হয়। ওই বছরের ১৬ মে হলিউডের রুজভেল্ট হোটেলের ব্লুজম রুমে এ আয়োজন করা হয়। পুরস্কারের জন্য ভোট গ্রহণ শুরু হয় ১৯৩৫ সাল থেকে।
• অস্কার পদকের নকশা আঁকেন সেডরিক গিবসন। ব্রোঞ্জের এ পদক ২৪ ক্যারেট সোনায় মোড়ানো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর সরবরাহ হ্রাস পাওয়ায় পরপর তিন বছর রং করা প্লাস্টারে বানিয়ে প্রদান করা হয়।
• ১৯৫৩ সালে অস্কারের ২৫তম আসর থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার শুরু হয়।
• সর্বমোট ২৪টি ক্যাটাগরিতে অস্কার প্রদান করা হয়।

• এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী অস্কারজয়ী ট্যাটাম ও’ নীল (১০ বছর)। সবচেয়ে বেশি বয়সে অস্কারজয়ী অ্যান্থনি হপকিন্স (৮৩ বছর)।
• অস্কারের ইতিহাসে সবচেয়ে সফলতম তিনটি ছবি হলো বেন-হার (১৯৫৯), টাইটানিক (১৯৯৭), দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং (২০০৩)। এ তিন চলচ্চিত্র বিভিন্ন ক্যাটাগরিতে ১১টি পুরস্কার লাভ করে।
• সবচেয়ে বেশি অস্কারজয়ী ব্যক্তি ওয়াল্ট ডিজনি। সর্বমোট ২৫টি অস্কার আছে তাঁর ঝুলিতে (২২টি প্রতিযোগিতামূলক ও ৩টি সম্মানজনক পদক)। ১৯৪২ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত প্রত্যেক বছরে তিনি কোনো না কোনো ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন।
• অস্কার পদকের জন্য সবচেয়ে বেশিবার মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ (২১ বার)। অভিনেতাদের মধ্যে এ রেকর্ড জ্যাক নিকলসনের (১২ বার)।
• সবচেয়ে বেশি অস্কার পুরস্কারের উৎসব উপস্থাপনা করেছেন বব হোপ।
• এখন অবধি একজন অভিনেতা একটি পারফরম্যান্সের জন্য দুটি অস্কার জিতেছেন। তাঁর নাম হ্যারল্ড রাসেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যিনি তাঁর দুই হাত হারিয়েছিলেন।

বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা