অনুরক্তি

অলংকরণ: আরাফাত করিম

কোমল আমার হৃদয় তোমার প্রেমে পূর্ণ
মনের নিরঞ্জনে আর ভাবব নাকো অন্য।
আমার অনুরক্তিরা আজ প্রৌঢ়া পরিপূর্ণ
নিত্যসাথি তুমি আমার অন্তরটা তাই ধন্য।

কমেনি আজও দু’হৃদয়ের এ প্রণয় আখ্যান
ভালোবেসে বিলিয়ে দেব, এই তুচ্ছ মনপ্রাণ।
মানবজনম ক্ষণিক বড়ই, মেটে না প্রণয়সাধ
সারা জীবন ভালোবেসে ছাড়ব না দুই হাত।

ইচ্ছেরা আজ বশ মেনেছে দুটি হৃদয় মাঝে
স্বপ্নগুলোর রং ধরেছে, সাজে রঙিন সাজে।
এমন মধুর ভালোবাসায় আছি আমরা বেশ
এমনি ভালোবেসে তোমায় হব নিঃশেষ।