দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের বর্ণনা ‘আমার সেই সব দিন’

পঙ্কজ ভট্টাচার্যের ‘আমার সেই সব দিন’

পঙ্কজ ভট্টাচার্যের লেখা ‘আমার সেই সব দিন’ বইটি মূলত রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে। প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত এ বইটিতে লেখক নিজের একান্ত ব্যক্তিগত কিংবা পারিবারিক জীবনের চেয়ে রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা বেশি শেয়ার করেছেন। দীর্ঘ জীবন রাজনীতিতে যুক্ত থাকা এ মানুষটির লেখা বইটিতে বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকে পরবর্তী সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট কেমন ছিল, তা সংক্ষিপ্ত হলেও আন্দাজ করা যায়। এ ছাড়া এই সময়গুলোতে যেসব রাজনৈতিক দল গঠিত হয়েছে, জাতীয় চলমান কার্যক্রমে যাঁরা যুক্ত হয়েছেন এবং ইতিহাসে সেসব দল ও দলের ব্যক্তিরা যাঁরা সমালোচিত হয়েছেন বিভিন্ন কারণে; সেসব দল ও দলের ব্যক্তিদের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকেরই সমালোচনা করেছেন তিনি।

ব্যক্তিগত আলোকে অভিজ্ঞতা শেয়ার করা এবং ইতিহাসের নির্ভরযোগ্য বইয়ের তালিকায় এ বইটি স্থান পেতে পারে। জাতীয়ভাবে আলোচিত অনেক ঘটনার বাইরেও এমন কিছু ঘটনা থাকে, যা ব্যক্তিগত উদ্যোগে কেউ প্রকাশ না করলে, তা প্রকাশিত হয় না। স্বীকৃতিপ্রাপ্ত ও জনপ্রিয় কিছু ঘটনার ভেতরেও এমন সব তথ্য লুকিয়ে থাকে, যা ব্যক্তিগত চুলচেরা বিশ্লেষণ ও চাক্ষুষ প্রমাণ ছাড়া উদ্ধার করা সম্ভব নয়; যদি না সেসব ঘটনা প্রমাণসহ নিজ থেকে কেউ উপস্থাপন করেন।

রাজনৈতিক সমালোচনা সবাই করতে পারে না। তার জন্য যে জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজন হয়, তা সবার থাকে না। এই লেখকের বই পড়ে মনে হলো, তিনি দীর্ঘ সময় রাজনীতিতে যুক্ত ছিলেন এবং সে পথে তাঁর বাস্তবিক অভিজ্ঞতা আর রাজনৈতিক জ্ঞান স্বীকার করার মতো। বাংলাদেশে ঘটমান বিভিন্ন সময় জাতীয় বিষয়গুলোতে রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, সেখানে পক্ষের ও বিপক্ষের লোকদের কেমন ভূমিকা ছিল, এমনকি আন্তর্জাতিক সাহায্য–সহায়তায় যে ভূমিকা ছিল, তাও উঠে এসেছে ভিন্ন ভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে।

ষাট, সত্তর, আশি, নব্বই ও বিংশ দশক ও তার পরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলোর সংক্ষিপ্ত বিবরণ ও বিশ্লেষণগুলো ব্যক্তিগত অভিজ্ঞতার সুবাদে প্রকাশিত হয়েছে। ইতিহাসের নানা অজানা তথ্য জানা যায় এসব লেখা থেকে। সময়ের পরিবর্তন হলে মানুষ যেমন পরিবর্তন হয়, তেমনি পরিবর্তন হয় মানুষের চিন্তাচেতনার; সেই সঙ্গে পরিবর্তন হয় মানুষের অবস্থানরত দেশের রাজনৈতিক পরিবেশেরও। যা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিহাসে জায়গা করে নেয়।

মুক্তির নেশায় মত্ত হয়ে থাকা বাঙালি, বাংলাদেশের মুক্তির জন্য, এই বাংলার মানুষের মুক্তির জন্য বারবার যুদ্ধ করেছে, আন্দোলন করেছে। স্বাধীনতার পূর্ব ও পরবর্তী সময়েও বাঙালি তার নিজের অধিকার আদায় করার জন্য বারবার আন্দোলন করেছে। বিভিন্ন সরকার এসে উন্নয়নের পাশাপাশি যেসব অবনতি ও দুর্নীতি করেছে, সেসবের বিরুদ্ধে লড়াই করেছে রাজপথে একত্র হয়ে।

পাকিস্তান আমলের সামরিক শাসন থেকে মুক্তির জন্য লড়াই, স্বাধীনতা অর্জনের আগে ও পরে গণতান্ত্রিক বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, বামপন্থী, কমিউনিস্ট পার্টি, বাকশাল, জামায়াতে ইসলামী, নকশালপন্থীসহ নানা রাজনৈতিক দলের ভূমিকা, কার্যক্রম, দুর্নীতি ইত্যাদি বিষয় উঠে এসেছে এ বইয়ের পাতায় পাতায়।

একনজরে
প্রকাশনী: প্রথমা
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রচ্ছদ: মাসুক হেলাল
মুদ্রণ: এস আর এল প্রিন্টিং প্রেস
প্রথম প্রকাশ: মাঘ ১৪২৯, ফেব্রুয়ারি ২০২৩
মূল্য: ৫৮০.০০ টাকা

সদর, নরসিংদী