যেভাবে এখনো এশিয়া কাপের ফাইনালে যেতে পারে বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোর পর্বে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশছবি : এএফপি

এশিয়া কাপের দশম ম্যাচে আজ শ্রীলঙ্কার কলম্বোয় মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। সুপার ফোরের এই ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে একটি দলের ফাইনাল নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশেরও সম্ভাবনা রয়েছে ফাইনালে পৌঁছানোর! কীভাবে? চলুন দেখে নিই সেই পরিসংখ্যান।

দৃশ্য ১: শ্রীলঙ্কা-ভারত ম্যাচে ভারত জয় পেলে
আজকের ম্যাচে যদি ভারত জয় পায়, তাহলে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। অন্যদিকে, ফাইনালের রেস থেকে বাদ পড়বে বাংলাদেশ। ফাইনালের অপর দলটি হবে আগামী বৃহস্পতিবার পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে যে দল জিতবে, তারা। আর যদি বৃহস্পতিবারের ম্যাচটি পরিত্যক্ত হয়, তখন যাদের রান রেট, বেশি তারা ফাইনাল খেলবে। এ ক্ষেত্রে শ্রীলঙ্কার সম্ভাবনা বেশি।

এখনো চার দলেরই সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার
ছবি : এএফপি

দৃশ্য ২: শ্রীলঙ্কা-ভারত ম্যাচে শ্রীলঙ্কা জয় পেলে
আজ শ্রীলঙ্কা জয় পেলেও তাদের ফাইনাল নিশ্চিত হবে না। পাকিস্তানের বিপক্ষে তাদের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে রান রেটের হিসাব রয়েছে। এই মুহূর্তে রান রেটে লঙ্কানদের চেয়ে ২০৭ রানে এগিয়ে রয়েছে ভারত। তাই আজ রোহিত শর্মার দল অন্তত ১০০ রানের ব্যবধানে পরাজিত হলেও শ্রীলঙ্কার চেয়ে ভালো অবস্থানে থাকবে। কারণটা হলো, পাকিস্তানের বিপক্ষে তাদের ২২৮ রানের বিশাল ব্যবধানে জয়।

অন্যদিকে, পাকিস্তান যদি ভারতকে পেছনে ফেলতে চায়, তাহলে তাদের পরের ম্যাচে লঙ্কানদের হারাতে হবে এবং রান রেটের ব্যবধান ৩০০ হতে হবে। সে ক্ষেত্রে তারা ফাইনালে কোয়ালিফাই করবে।
যদি আজ শ্রীলঙ্কা ১৫০ রান বা সমব্যবধানে জয় পায়, তাহলে বাংলাদেশেরও ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে সাকিব আল হাসানের দলকে ভারতকে ১২৫ রান রেটের ব্যবধানে হারাতে হবে এবং পাকিস্তানকে অবশ্যই লঙ্কানদের বিপক্ষে পরাজিত হতে হবে।

রানরেটে বেশ ভালো অবস্থানে শ্রীলঙ্কা
ছবি: এএফপি

দৃশ্য ৩: শ্রীলঙ্কা-ভারত ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে
আজকের ম্যাচে যদি দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়, তাহলে বাংলাদেশ ফাইনালের রেস থেকে বাদ পড়ে যাবে। তবে এটি পাকিস্তানের জন্য ভালো হবে। আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে যেকোনো ব্যবধানে হারাতে পারলেই তারা ফাইনালে পৌঁছে যাবে। অন্যদিকে, পরের ম্যাচে বাংলাদেশের কাছে ভারত পরাজিত হলেও তারা ফাইনালে যাবে।

আর যদি আজ এবং বৃহস্পতিবার—দুটোই ম্যাচই বৃষ্টিতে ভেসে যায়, সে ক্ষেত্রে রান রেটের কারণে শ্রীলঙ্কা ফাইনালে কোয়ালিফাই করবে। তাদের সঙ্গে অপর ফাইনালিস্ট হবে ভারত; যদি না তারা বাংলাদেশের বিপক্ষে ৩০০ রানের ব্যবধানে পরাজিত হয়। অবশ্য এত বড় ব্যবধান অসম্ভব বলেই ধরে নেওয়া যায়। অথবা যদি আজকের ম্যাচসহ সুপার ফোরের বাকি দুটি ম্যাচও পরিত্যক্ত হয়, তাহলে ফাইনাল হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে।

তথ্যসূত্র: ইএসপিএনক্রিকইনফো