কলঙ্কিত মসনদ
বিশ্বাস আর আস্থা বড্ড সাংঘর্ষিক
আবেগ হতাশার ভুবনে দীর্ঘস্থায়ী;
না পেলে মরে যাবে বলা মেয়েটিও-
অন্যের কোলে সুখনিদ্রায়।
হিংস্র জানোয়ার বোঝে প্রভুর মন
অথচ মানুষ পিষে মানুষের মান।
মূর্খ দিচ্ছে সবার চারিত্রিক সনদ
কলঙ্কিত হয়ে গেছে স্বচ্ছ মসনদ।
অনিয়ম সব নিয়ম হয়েছে আজ
তাই তো উবে গেছে মানুষের লাজ।