পুনরাবৃত্তি

অলংকরণ: তুলি

যদি স্তব্ধ হয় তোমার আত্মা!
যদি ভেঙে যায় সব, তবেই সম্ভাবনা।
যখন কথা হয় একান্তই আত্মার সাথে—
তৈরি হয় নিবিড় উদ্যান, সৃষ্টি হয় স্বচ্ছতা।
যখন তুমি ব্যক্তিগত যুক্তিতে অনড়!
চতুর্দিকস্থ অসত্য বেড়াজালে দীপ্ত, তবেই বাজবে জয়গান।
যখন এই অদ্ভুত পৃথিবীর, অদ্ভুত রাত আলো-ছায়ায় খেলছে।
যখন অতৃপ্ত আত্মারা মহানির্বাক,
তবেই সন্ধানী চোখ খুঁজে পায়, শুভ মঞ্চ।
এই সেই মঞ্চ,
যেখানে শুরু হয় সম্ভাবনা।
এই মঞ্চেই বাজায় জয়গান।
এই মঞ্চই পতন ফেরায়, পতন দিয়ে।
এই মঞ্চই হয় ইতিহাসের পুনরাবৃত্তি।