নিঝুম দ্বীপে

সন্ধ্যা নামার আগে নিঝুম দ্বীপছবি: সৌরভ দত্ত

নদীর কূলে নোনা জলে
চোখ জুড়ানো বন
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
হারিয়ে ফেলি মন।

সবুজ শ্যামল ঘাসগালিচা
আকাশ নীলে ভরা
কেওড়া বনে হরিণ ছুটে
মায়া দিয়ে গড়া।

পাখপাখালি গাছগাছালি
নেয় যে কেড়ে মন
বাংলাদেশে হোক না আরও
এমন মায়া বন।

আঁকাবাঁকা সরু পথে
নৌকা সারি সারি
মন ভুলানো নিঝুম দ্বীপে
বাঁধব আমি বাড়ি।