স্বপ্ন পূরণে ছুটে চলা

ট্রেন চলাচলফাইল ছবি: প্রথম আলো

অপেক্ষা আর ব্যস্ততা। একটু পরে হাজির হবে আন্তনগর ট্রেন। সবার চেহারায় ব্যস্ততার ছাপ। কেউ যাচ্ছে প্রিয় মানুষকে ছেড়ে, কেউ যাচ্ছে প্রিয় মানুষের কাছে; আবার কারও গন্তব্যহীন ছুটে চলা।

রেললাইনের চায়ের দোকানে যাত্রীদের ভিড়। চায়ের কাপের টুংটাং শব্দ। অপেক্ষার লগ্ন শেষ হয়ে হাজির হলো ট্রেন। অবশেষে দীর্ঘশ্বাস ফেলে চলতে শুরু করে। সামান্য সময়ের অবসর আবার ছুটে চলা। ফের নতুন যাত্রীদের কোলাহল। জীবনের মোড় নেওয়ার মতো এঁকেবেঁকে ছুটে চলে ট্রেন।

বাক্‌হীন হয়ে আমি বসে আছি। প্রিয় মানুষদের ফেলে ছুটে চলা। জানালায় ভেসে উঠছে মুখগুলো। সময় বাড়ছে, পেছনে ফেলে যাচ্ছি মাইলের পর মাইল। দীর্ঘশ্বাস ফেলে ছুটছে ট্রেন। মানুষেরও দীর্ঘশ্বাস থাকে ছুটে চলা ট্রেনের মতো। মানুষের জীবনের সঙ্গে ট্রেনের ছুটে চলায় অনেকটা মিল রয়েছে। সবার জীবনে একটা স্বপ্ন থাকে। শহরের পর শহর ছেড়ে ছুটে চলে নতুনের সন্ধানে, স্বপ্ন পূরণের নগরে। ইদানীং আমিও ছুটছি শহরের পর শহরে স্বপ্ন পূরণে।
তাই বলি—
কিছুটা নামহীন আমার এ স্বপ্ন
ছুটে চলেছি তবু।
ফেলে আসি শহরের পর শহর
তবু স্বপ্ন ফেলি না।
ধীরে ধীরে ভেসে যায় সব মুখ
তবু স্বপ্ন ভাসে না।

০৫.০৩.২০২৪
কপোতাক্ষ এক্সপ্রেস, খুলনা টু রাজশাহী