পাতারা ঝরে পড়ে

পাতারা ঝরে পড়ে, প্রতীকীছবি: সংগৃহীত

আবেগের বাতাসে পাতারা ঝরে পড়ে
বরফের মতো ভাবনারা জমাট বাঁধে,
কথাগুলো প্রচণ্ড আকর্ষণের হবে
তোমাকে ক্ষণিক পাবার তরে।
আরও অসহায় করার আয়োজনে
নির্বাসিত করবে ছলে বলে কৌশলে,
মনে রেখো কষ্ট সব তোমার তরে
আপনদের ত‍্যাগ করে যেতে হয় চলে।
কন‍্যা তুমি স্ত্রী ও মা হও পরের ঘরে
বলো কে তোমাকে আপন করে?
যেও না তুমি আর সুখের সন্ধানে
দিয়ো না মন কখনো ভুলে।
মুক্তি নেই তোমার কোনো কালে
তোমাকে দক্ষ হতে হবে শিক্ষা ও কর্মে,
তোমার শরীর তোমার শত্রু
তোমাকে বাঁচতে হবে যুদ্ধ করে।
মায়াবী জোছনায় করো না স্নান
কাঁটার বিছানার মতো তোমার জীবন,
কন‍্যা তুমি ঝরা পাতার মতো ঝরে যাবে
ক্ষমা পাবে না কোনো ভুল হলে।।